বাপা হবিগঞ্জ শাখার নতুন কমিটি গঠন

সাধারণ সভায় বক্তব্য রাখছেন অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ

হবিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। এতে অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদ সভাপতি ও তোফাজ্জল সোহেল সাধারণ সম্পাদক পুনঃ নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৯ নভেম্বর) হবিগঞ্জ জেলা শহরের আমির চান কমপ্লেক্সের কনফারেন্স হলে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল।

সভার শুরুতে বাপা হবিগঞ্জের সদস্য ও সদস্যদের আত্মীয়স্বজনের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাপা হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় সার্বিক পরিবেশ ও প্রতিবেশ নিয়ে আলোচনায় অংশ নেন- অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, তাহমিনা বেগম গিনি, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, পারভেজ চৌধুরী, নাসরিন হক, সুনীল বিশ্বাস, আব্দুল কাইয়ূম, মাহমুদ ইকবাল সুমন, মো. হারুনুর রশিদ, আফরোজা সিদ্দিকা, মুক্তাদির ইবনে সালাম, অ্যাডভোকেট শায়লা খান, মো. মহিউদ্দিন বাহার, এইচ এম সারোয়ার পরাগ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে ২০২৩-২৪ সালের জন্য অধ্যাপক মো. ইকরামুল ওয়াদুদকে সভাপতি ও তোফাজ্জল সোহেলকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

মামুন/এইচ

 

Print Friendly

Related Posts