৫৪০ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি আজ, বেসরকারিতে কাল

দেশের ৫৪০টি সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য টেলিটকের কারিগরি সহায়তায় ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আজ সোমবার। টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে লটারির ফলাফল পাওয়া যাবে।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বেলা ২টায় সরকারি মাধ্যমিক শিক্ষার্থী নির্বাচনি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া মঙ্গলবার বিকাল ৩টায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি অনুষ্ঠিত হবে।

ফল জানা যাবে যেভাবে

টেলিটক মোবাইল নম্বর থেকে GSA space RESULT space USER ID লিখে ১৬২২২ নম্বরে পাঠালে লটারির ফল জানা যাবে।

অথবা gsa.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকে জানা যাবে ফল।

Print Friendly

Related Posts