চায়ের রাজ্যে বিজয় দিবস পালিত

দেউন্দি চা বাগানে স্কুলে শিশুদের সাথে আয়োজক ও অতিথিরা

হবিগঞ্জ প্রতিনিধি: বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চায়ের রাজ্যখ্যাত দেউন্দি বাগানে দেউন্দি প্রাথমিক বিদ্যালয়ে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী দেউন্দি চা বাগানের প্রতীক থিয়েটারের সহযোগিতায় বাংলাদেশ গ্রাম থিয়েটার হেমাঙ্গ বিশ্বাস অঞ্চল এই কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক লেখক তাহমিনা বেগম গিনি, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল।

সূচনা বক্তব্য রাখেন, গ্রাম থিয়েটার হেমাঙ্গ বিশ্বাস অঞ্চলের সমন্বয়কারী প্রতীক থিয়েটার সভাপতি ডা. সুনীল বিশ্বাস।

বক্তব্য রাখেন, সমাজসেবক গিয়াস উদ্দিন আহমেদ, প্রতীক থিয়েটারের সহ-সভাপতি আমোদ মাল।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন দেউন্দি চা বাগানের মহাব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন।

 

মামুন/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts