স্বামীর পরিণতিই বরণ করতে হলো ইয়েতি বিমানের কো-পাইলট অঞ্জুকে

নেপালের পোখরায় দুর্ঘটনাগ্রস্ত বিমানের কো-পাইলট ছিলেন অঞ্জু খাটিবাডা। মাত্র কয়েক সেকেন্ড পরই পূরণ হতো তার স্বপ্ন। কিন্তু তার আগেই ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা। এই ফ্লাইট সম্পূর্ণ করলেই তিনি পাইলট পদে উন্নীত হতেন। সেই লক্ষ্য তার অধরাই থেকে গেলো। বহু যাত্রীর সাথে প্রাণ হারালেন তিনিও।

১৬ বছর আগে, তিনি তার স্বামী দীপক পোখরেলকে হারান এক এরকমই বিমান দুর্ঘটনায়। তার স্বামীও ইয়েতি বিমানের কো-পাইলট ছিলেন।

স্বামীর মৃত্যুর পর, তার অধরা স্বপ্নকেই নিজের লক্ষ্যে পরিণত করেন অঞ্জু। জীবনের দিশা বদলে ফেলেন। আমেরিকায় গিয়ে পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। ফিরে এসে যোগ দেন ইয়েতি বিমান সংস্থায়। রোববার (১৫ জানুয়ারি) যাত্রা থামলো স্বপ্ন ফ্লাইটের সেই ভগ্নদূতের। ৭২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

Print Friendly, PDF & Email

Related Posts