শান্তর সেঞ্চুরি, শেষবেলার জুটিতে বাংলাদেশের দাপুটে দিন (ভিডিও)

মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে ৫ উইকেটে ৩৬২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এদিন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন সকালে ৪৩ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নামবেন মেহেদী হাসান মিরাজ। সঙ্গী মুশফিকুর রহিমের সংগ্রহ ৪১।

বুধবার (১৪ জুন) ঢাকা টেস্টের প্রথম দিনের শুরুতেই জাকির হাসান ফিরে গেলে হয়ত চার বছর আগে সাগরিকার স্মৃতিই ফিরে এসেছিল। টেস্ট ক্রিকেটের নবীণ সদস্য আফগানিস্তানের বিপক্ষে হেরে বসেছিল বাংলাদেশ। তবে সেই দুঃসহ স্মৃতির যন্ত্রণা কাটিয়ে দিতে বেশিক্ষণ সময় নেননি নাজমুল হোসেন শান্ত-মাহমুদুল হাসান জয়ের জুটি। বয়সভিত্তিক ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলে আসা দুই তারকাই ক্যারিয়ারের নানা-উত্থান পতনের সাক্ষী হয়েছেন এই স্বল্প সময়ের ক্যারিয়ারেই। এদিন সেই শিক্ষাই যেন মাঠে কাজে লাগালেন। এই জুটিতেই বাংলাদেশের ঘুরে দাঁড়ানো।

শান্ত-জয়ের ২১২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। শান্ত দারুণ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫৮ বলেই তুলে নেন অর্ধশতক। এরপরও চালিয়ে গেছেন আক্রমণাত্মক ব্যাটিং। ১১৮ বলেই পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। অন্যদিকে জয় দিয়েছেন যোগ্য সঙ্গ। ১০২ বলে অর্ধশতক পূর্ণ করেন দলে ফেরা এই ব্যাটার।

এই জুটি ভাঙেন রহমত শাহ। দলীয় ২১৮ রানে বিদায় নেন ৭৬ রান করা জয়। ১৩৭ বলে ৯ চারে এই ইনিংস খেলেন তিনি। এরপর সাবেক অধিনায়ক মুমিনুল ক্রিজে এসে বেশিক্ষণ টেকেননি।  ১৫ রান করেই নিজাত মাসুদের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। এদিনই প্রথমবার টেস্ট খেলতে নেমে প্রথম বলেই উইকেটের দেখা পেয়েছেন নিজাত। প্রথম বলেই শিকার করেন জাকিরকে। আফগান বোলারদের মধ্যে সবচেয়ে আলোকিত ছিলেন তিনিই।
মুমিনুলের বিদায়ের পর আফগান বোলাররা কিছুটা চেপে ধরে বাংলাদেশকে। একে একে বিদায় নেন সেঞ্চুরিয়ান শান্ত ও অধিনায়ক লিটন। দেড়শ রানের দিকে এগিয়ে যাওয়া শান্ত ফিরেছেন আফসোস সঙ্গী করে। আমির হামজার বলে বিদায়ের আগে ১৭৫ বলে ২৩ চার ও ২ ছয়ে ১৪৬ রানের দারুণ এক ইনিংস খেলেন। এরপর অধিনায়ক লিটন নেমে বেশিক্ষণ টেকেননি। ৯ রান করেই বিদায় নিয়েছেন জহির খানের বলে।

দ্রুত উইকেট হারিয়ে এ সময় বাংলাদেশ শঙ্কা জাগিয়েছিল বিপর্যয়ের। তবে শেষ বিকেলে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজের জুটিতে সামলে নেয় টাইগাররা। ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করে তারা। অবশ্য নির্ধারিত ওভারের চেয়ে ১১ ওভার কম খেলা হয়েছে এদিন। আফগানরা রয়েছে স্লো ওভার রেটের ফাঁদে পড়ার শঙ্কায়।
টেস্টে সচরাচর দিনের শেষটা ভালো হয় না বাংলাদেশের। শেষ বিকেলে যখন বাকিরা উইকেট ধরে রেখে পরেরদিন ভালো শুরুর চিন্তা করে তখন টাইগাররা উইকেট ছুঁড়ে দিয়ে আসতে সিদ্ধহস্ত। তবে আফগানিস্তানের বিপক্ষে শেষবেলায় দাপুটে ক্রিকেট উপহার দিলেন মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজ জুটি। তাতে দিনটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

Print Friendly, PDF & Email

Related Posts