হবিগঞ্জ প্রতিনিধি: ৪৪তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ উপলক্ষে দিনব্যাপি বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান মেলায় হবিগঞ্জ জেলার তরুণ বিজ্ঞানী মোহাম্মদ মোশাহিদ মজুমদার বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন।
একই সাথে বিভাগে প্রথম স্থান অর্জন করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জও। সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৯ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন তরুণ বিজ্ঞানী মোহাম্মদ মোশাহিদ মজুমদার। বিভাগীয় পর্যায়ের প্রথম স্থান অর্জন করায় উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
মেলায় অতিথিদের স্টলে ভিজিটকালে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মোশাহিদ মজুমদার (তরুণ বিজ্ঞানী) ক্লাবের গবেষণা ও প্রোটোটাইপ উদ্ভাবনগুলো সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।
মেলার সমাপনী ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশন ড. মোশাররফ হোসেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবর রহমান।
তরুণ বিজ্ঞানী মোহাম্মদ মোশাহিদ মজুমদার বলেন- আমাদের গবেষণা ও আবিস্কার দেশের কল্যাণে ভূমিকা রাখবে। একযুগ ধরে জেলায় ইনোভেশন কালচার তৈরিতে কাজ করছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব হবিগঞ্জ। প্রতিবছরই জেলা, উপজেলা, বিভাগসহ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করে সুনাম অর্জন করছে।
মামুন/এইচ