কেটে ফেলতে হতে পারে সুয়ারেজের পা!

বার্সেলোনার সাবেক ফুটবল তারকা লুইস সুয়ারেজ এখন খেলছেন ব্রাজিলের গ্রেমিওতে। কিন্তু উরুগুয়ের ফরোয়ার্ডের ক্যারিয়ার নিয়ে শঙ্কা জেগেছে। তার হাঁটুর চোট এতটাই ভয়াবহ যে আগামী দিনে পা কেটে বাদ দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গ্রেমিওর এক ক্লাব কর্মকর্তা। খবর গোল ডট কমের।

৩৬ বছর বয়সী সুয়ারেজ অস্টিয়োআর্থ্রোসিসে ভুগছেন। তার ডান হাঁটুতে দীর্ঘ দিন ধরে সমস্যা রয়েছে। ব্যথা এতটাই বেড়েছে যে নিয়মিত ইঞ্জেকশন নিয়ে খেলতে হচ্ছে তাকে। তাতে সাময়িক সমাধান হলেও দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ডান হাঁটুর চোটে জর্জরিত সুয়ারেজ ফুটবল থেকে অবসর নেওয়ার কথাও ভাবছেন।

এ নিয়ে গ্রেমিওর সভাপতি আলবার্তো গুয়েরা জানিয়েছেন, পরিস্থিতি গুরুতর। ইতোমধ্যেই প্রচুর ইঞ্জেকশন নিতে হয়েছে সুয়ারেসকে। ওষুধের উপরে প্রতি মুহূর্তে নির্ভর করে থাকতে হচ্ছে তাকে।

গুয়েরা বলেন, ‘খুব খারাপ পরিস্থিতি। আগামী দিনে সুয়ারেজের প্রস্থেটিক পা (কৃত্রিম পা) লাগানোর সম্ভাবনাও তৈরি হতে পারে। প্রচুর ইঞ্জেকশন এবং ওষুধ খেতে হচ্ছে ওকে। নিজের ফুটবলজীবনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। কবে অবসর নেবেন সেটা অবশ্য জানি না।’

Print Friendly, PDF & Email

Related Posts