হাজিদের কাপড় চুরি করছে বানর!

হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সৌদি আরবে হাজির হয়েছেন ২৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম।

বেশকিছু মুসল্লি গেছিলেন আল-নূর পর্বতের হেরা গুহা পরিদর্শনে। সেখানেই ঘটেছে যত যা বিপত্তি। বানর এসে চুরি করে নিয়েছে তাদের কাপড়।

এমনই একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সিএনএনের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আল-নূর পর্বতের হেরাগুহা পরিদর্শনে গেছেন কয়েকজন হাজি। সেখানে তাদের পিছু নিয়েছে একটি বানর। বানরটি কখনো কারও কাপড় কামড়ে ধরছে, আবার কখনো হাজিদের পরা সাদা কাপড়ের খণ্ড মুখে নিয়ে পালাচ্ছে। এতে বেশ বিড়ম্বনায় পড়েন হাজিরা।

হেরা গুহা সৌদি আরবের মক্কায় জাবালে নূর পর্বতে অবস্থিত। মুসলিম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন সর্বপ্রথম এখানেই অবতীর্ণ হয়। শবেকদরের রাতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিব্রাইল (আ.) এই গুহায় সর্বপ্রথম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের বাণী নিয়ে এসেছিলেন। গুহাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭০০ মিটার উঁচুতে অবস্থিত। হজের সময় এখানে প্রচুর লোকসমাগম হয়। তবে এই স্থানে আগমন হজের অংশ নয়।
 
Print Friendly, PDF & Email

Related Posts