মিরপুরে আজ বুধবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এই টেস্টে বাংলাদেশ জয় পেলে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের নজির স্থাপন করবে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে।
সিলেটে প্রথম টেস্ট ১৫০ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় বা ড্র করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে ছাড়া অন্য কোন দলের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ নিবে টাইগাররা।
মিরপুরে বাংলাদেশ সবশেষ ১২টি টেস্টের ৭টিই জিতেছে। জয় পেয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে।কিউইরা চাইবে বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ না হারার রেকর্ড অক্ষুন্ন রাখতে। এবার কি তাহলে নিউ জিল্যান্ডের বিপক্ষে জয়ের পালা? সেটা অবশ্য সময়ই বলে দিবে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে এর আগে ঘরের মাঠে টেস্টে কখনো জয় পায়নি বাংলাদেশ। তবে সিলেটে সেই স্বাদ পায় শান্ত-তাইজুলরা।
বাংলাদেশ যখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে, তখন সিরিজ হার এড়াতে মরিয়া প্রথম টেস্ট হেরে ব্যাকফুটে থাকা নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের অধিনায় টিম সাউদি বলেন, ‘আবারও, স্পিন সহায়ক কন্ডিশনের প্রত্যাশা করছি আমরা। কিন্তু গত ম্যাচের পর আমরা এসব নিয়ে আলোচনা করেছি- কিভাবে বোলিং গ্রুপ বেশি সময় ধারাবাহিক হতে পারে। এরপর অবশ্যই ব্যাটিংয়ে বড় জুটির বিষয়টি থাকছে। গত দু’দিন আমরা ভালো অনুশীলন করেছি, আমরা আরেকটি টেস্ট ম্যাচ খেলার অপেক্ষায় আছি।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মোমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।
নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), টম ব্লাডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, উইল ইয়ং ও নিল ওয়াগনার।