অবশেষে তৃতীয় দিনে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

অবশেষে তৃতীয় দিনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের বল দুপুর ১২টায় মাঠে গড়াচ্ছে।

প্রথম দফায় মাঠ পরিদর্শন করে ফের ১১টার দিকে মাঠ পরিদর্শনে আসেন দুই আম্পায়ার। এরপর দ্বিতীয় দফায় মাঠ পর্যবেক্ষণের পর খেলা শুরুর সময় নির্ধারণ করলেন ম্যাচ অফিসিয়ালরা। দুপুর ১২টায় মাঠে গড়াবে তৃতীয় দিনের প্রথম বল।

ম্যাচের সময় বিলম্বিত হওয়ায় এগিয়ে আনা হয়েছে মধ্যাহ্ন বিরতি। অন্যান্য দিনের মতো ১১টা ৩০ মিনিটের বদলে শুক্রবার নির্ধারিত সময়ের দশ মিনিট আগেই নেওয়া হয়েছে মধ্যাহ্ন বিরতি।

আজ বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে লিড। প্রথম দিনে ১৭২ রানের পুঁজি নিয়েও ৫৫ রান নিউ জিল্যান্ডের ৫ উইকেট ফীল দেওয়ার পর আজ লিডের আশায় মাঠে নামবে বাংলাদেশ।

মিরপুর টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ অলআউট হয়েছে ১৭২ রানে। জবাবে স্রেফ ১২.৪ ওভারে ৫৫ রান করতে ৫ উইকেট হারিয়েছে নিউ জিল্যান্ড। স্বাগতিকদের চেয়ে এখনও ১১৭ রানে পিছিয়ে রয়েছে তারা।

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৬.২ ওভারে ১৭২ (জয় ১৪, জাকির ৮, শান্ত ৯, মুমিনুল ৫, মুশফিক ৩৫, শাহাদাত ৩১, মিরাজ ২০, সোহান ৭, নাঈম ১৩*, তাইজুল ৬, শরিফুল ১০; সাউদি ৫.২-৫-০-১, জেমিসন ৪-২-৮-০, এজাজ ১৭-৬-৫৪-২, স্যান্টনার ২৮-৭-৬৫-৩, ফিলিপস ১২-১-৩১-৩)

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১২.৪ ওভারে ৫৫/৫ (ল্যাথাম ৪, কনওয়ে ১১, উইলিয়ামসন ১৩, নিকোলস ১, মিচেল ১২*, ব্লান্ডেল ০, ফিলিপস ৫*; শরিফুল ১-১-০-০, মিরাজ ৬-১-১৭-৩, তাইজুল ৫.৪-০-২৯-২)

Print Friendly, PDF & Email

Related Posts