এক টানেই জেলের জালে ১৩০ মন ইলিশ!

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সূর্য মাঝি (৫৫) নামের এক জেলের জালে এক টানে (একবার জাল টেনে) ধরা পড়ছে ১৩০ মন ইলিশ।

শনিবার (৬ এপ্রিল) সকালে এসব মাছ বিক্রির জন্য আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে ৬০ কিলোমিটার গভীর সাগরে এসব মাছ ধরা পড়ে। গত বুধবার সূর্য মাঝি ১৭ জেলে সহ বাঁশখালীর আল্লাহর দয়া-১ নামের একটি ট্রলার নিয়ে আলীপুর থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। একবার জাল টান দেওয়ার পরই প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় পুরো মাছ ট্রলারে তুলতে না পারে অর্ধেক জাল সাগরে ফেলেই চলে আসেন তারা। এসব ইলিশের দাম ৪০ লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছে জেলেরা।

জেলে সূর্য মাঝি বলেন, আমরা সাগরে গিয়ে প্রথম খ্যাপ দেওয়ার পরই জাল ভর্তি মাছ ওঠে। এর আগে কখনো আমাদের জালে এতো বেশি পরিমাণ মাছ ধরা পড়েনি। পরে আমাদের ট্রলার লোড হয়ে যাওয়ার কারণে অর্ধেক জাল সাগরে মাছসহ ফেলে চলে আসি। আমরা জেলেরা অনেক শুকরিয়া আদায় করছি। বর্তমানে মাছ আড়তে উঠানো হচ্ছে এবং নিলামের মাধ্যমে বিক্রি চলছে। কত টাকায় বিক্রি হতে পারে সেটা এখনো বলতে পারছি না।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গত এক সপ্তাহ ধরে বেশির ভাগ জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা পড়ছে। আমরা আশা করছি বৃষ্টি শুরু হলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

 

Print Friendly, PDF & Email

Related Posts