ধামরাইয়ে কালামপুর গরুর হাটে হাসিলের নামে গলা কাটার অভিযোগ 

মোঃ রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে কালামপুর গরুর হাটে হাসিলের নামে ক্রেতাদের গলা কাটার অভিযোগ ওঠেছে। এক লাখ টাকার গরু কিনে ক্রেতাদের হাসিল বাবদ ৩ হাজার টাকা গুনতে হচ্ছে। 

বৃহস্পতিবার কালামপুর গরুর হাটে সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

ক্রেতাদের অভিযোগ, গতবারের ঈদে এই কালামপুর গরুর হাটে গরু যত টাকা দিয়েই গরু কেনা হয়েছে সেই গরু হাসিল ছিল মাত্র ১ হাজার টাকা।কিন্তু এবার গরু কিনে বা কিনতে এসে আমরা বিপাকে পরেছি।এবার ১ লক্ষ টাকার গরু কিনে হাসিল বাবদ গুনতে হচ্ছে ৩ হাজার টাকা।এভাবে যদি হাসিলের নামে আমাদের ক্রেতাদের জিম্মি করে টাকা নেওয়া হয় আমরা কোথায় যাব।আমরা উপজেলা প্রশাসনের নিকট এব্যাপারে ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানাচ্ছি। 

এ বিষয়ে কালামপুর বাজার গরুর হাটের ইজারাদার আব্দুল কাদেরের সাথে কথা বললে তিনি জানান,আমরা ৩ কোটি টাকা দিয়ে হাট নিয়েছি হাসিলে ত টাকা বেশি নেবই।তাহলে আমাদের ৩ কোটি টাকা ওঠাব কেমনে। তাই আমরা লাখে ৩ হাজার টাকা হাসিল নিচ্ছি। 

এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান,আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা গ্রহন করব।

Print Friendly, PDF & Email

Related Posts