নূরে আলম, নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
দেশের স্বনামধন্য শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের (পিএলসি) গণমাধ্যমগুলোর অফিসসহ মিডিয়া হাউসগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা।
বুধবার দুপুরে ১২ টার সময় বৈরি আবহাওয়ার মধ্যে নবীনগর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের ব্যানারে নবীনগর প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের সঞ্চালনা করেন কালের কন্ঠের নবীনগর উপজেলা প্রতিনিধি মোঃ মাজেদুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মানবজমিন পত্রিকার সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী।বক্তব্য রাখেন সমকাল প্রতিনিধি মাহবুব আলম লিটন, প্রেসক্লাব সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনহাজ, নয়া দিগন্ত প্রতিনিধি জালাল উদ্দিন মনির, মডেল প্রেসক্লাব সভাপতি ও আনন্দ টিভির প্রতিনিধি আবু কাউছার, দৈনিক কালবেলা প্রতিনিধি শাহানূর খান আলমগীর। উপস্থিত ছিলেন নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, দৈনিক বাংলা প্রতিনিধি জামাল হোসেন পান্না, যুগান্তরের প্রতিনিধি সাফিউল আলম, আমার সময় প্রতিনিধি সাধন সাহা জয়, বিবি নিউজ সম্পাদক মাহবুব মোর্শেদ, দৈনিক দেশ বার্তা প্রতিনিধি রাশেদুল ইসলাম, দৈনিক দিন পরিবর্তন প্রতিনিধি মাহাবুবুর রহমান, দৈনিক শিরোমনি প্রতিনিধি আল-আমিন, শুভ সংঘ নবীনগর সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, মাদকমুক্ত নবী নগর চাই সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা কালের কণ্ঠ, ডেইলি সান, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ, নিউজ টোয়েন্টিফোর, টি স্পোর্টস ও ক্যাপিটাল রেডিওসহ গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানে হামলার তীব্র নিন্দা জানান।হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।