জ ই বুলবুল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার হযরত আমেনা (রা:) পৌর মহিলা দাখিল মাদ্রাসার প্রথম পরিচিতি সভা রবিবার মাদ্রাসা প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়েছে ।
আয়োজিত এ সভায় মাদ্রাসার শিক্ষানুরাগী সদস্য সাইদুল আলম সৌরাফ মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে পরিচিত হন। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিচিতি সভা শেষে মাদ্রাসার সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীমকে গভর্নিং বডির সদস্যরা ফুল দিয়ে স্বাগত জানান।
সভায় মাদ্রাসার সুপার মাওলানা মো: আব্দুল মতিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহ সুপার মো: জাকারিয়া, সহকারী মৌলবী আলাউদ্দিন,
নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বিদ্যুৎসাহী সদস্য সাইদুল আলম সৌরাফ, মাওলানা মাসুম বিল্লা, মাওলানা রফিকুল ইসলাম, মো: উহিদ উল্লাহ, এবং আসমা বেগম।
গভর্নিং বডির সদস্যদের মধ্যে মো. হাবিবুর রহমান, কবির হোসেন, রূপ মিয়া, রোমা বেগম, নজরুল ইসলাম, মো. আলাউদ্দিন, মো. মাছুম বিল্লাহ, এবং আছমা বেগমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।