উপকথা ll গোলাম কিবরিয়া পিনু

শেষ খাবারের জন্য বসে পড়ি
টেবিলে টেবিলে!
কত রকমের খাবার আসছে!
আড়ত থেকে আড়মাছ নিয়ে এনে খাওয়াবে!
খাবারের অভিধানে যা অন্তর্ভুক্ত নেই!
সেসবও খেতে পারবে!
শান্তি খাওয়াবে!
গণতন্ত্র খাওয়াবে!
বৈষম্যহীন সমাজ খাওয়াবে!
এত খাওন জন্মে খাওনি।
কিন্তু হায় তুমি এত বোকা ছেলে!
হাভাতে থাকার পরে হাহুতাশ বাদ দিয়ে
কী আনন্দে! কী বিশ্বাসে!
শুধু এক থালা ভাত
ডাল-মাছ দিয়ে খাওয়ার জন্য
খাবার টেবিলে বসে পড়লে!
ভাত খাওয়ানোর পর মৃত্যৃ খাওয়াবে!
এতটা অভব্য ও অসভ্য হতে পারে কেউ?
ঘুর্ণিজলে পড়েও ঘুণাক্ষরে ভাবতে পারোনি!

চলেন, বোকা ও অসহায় ছেলেটার মত
আমরা সকলে মিলে হাঁ করি!
যা খেতে পারিনি এতদিন–
তা যেন পানিসহ গিলতে পারি!
গিলতে না পারলে–
ছটফট করে গোঙাতে গোঙাতে মরি!

Print Friendly, PDF & Email

Related Posts