বিশ্ব ডায়াবেটিস দিবসের আলোচনা সভায় বক্তারা
বাংলাদেশে বর্তমানে টাইপ-১ তথা জম্মগত ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের সংখ্যা ক্রমেই বাড়ছে যা সুস্থ সুন্দর ভবিষ্যৎ প্রজম্ম তৈরীতে ব্যাপক ঝুঁকির তৈরী করছে। তাই ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগগুলোর ঝুঁকি মোকাবিলায় সাধারন মানুষদের ব্যাপক সচেতনার বিকল্প নেই।
বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষ্যে ১৪ নভেম্বর বুধবার রাজধানীর সেগুন বাগিচায় বারডেম মা ও শিশু হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট এবং জাতীয় অধ্যাপক অধ্যাপক একে আজাদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশে নিযুক্ত ডেনিস এ্যাম্বেসেডর ক্রিস্টিয়ান ব্রিক্র মোলার, নভো নরডিক্রের ভিপি এন্ড জিএম ডা. রিয়াদ মামুন প্রধান,বারডেম মহাপরিচালক অধ্যাপক কাইউম চেীধুরী,ডায়াবেটিস সমিতির সেক্রেটারী জেনারেল সাইফ উদ্দিন, বাডাস ডিরেক্টর ডা. বেদৌরা জাবিন প্রমুখ।
অনুষ্ঠানে জম্মগত টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত শিশুদের পক্ষ হতে অভিজ্ঞতা শেয়ার করেন তরুন সংগঠক তাজুল ইসলাম, নওরোজ কবির প্রত্যয়।
অনুষ্ঠানে বক্তারা সুস্থ সুন্দর প্রজম্ম তৈরীতে ডায়াবেটিসের মতো নীরব ঘাতক রোগগুলোর ঝুঁকি মোকাবিলায় সাধারন মানুষদের অধিকতর সচেতনার সাথে এগিয়ে আসার আহবান জানান এবং দেশে ডায়াবেটিসের ঝুঁকি মোকাবিলায় একটি সমন্বিত উদ্যেগ হিসেবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত দুস্থ শিশুদের মাঝে বিনামূল্যে ইনসুলিন বিতরন করা হয় এবং এ সকল ডায়াবেটিস আক্রান্ত শিশু এবং তাদের অভিভাবকদের ডায়াবেটিস মোকাবিলার অভিজ্ঞতা শেয়ার করা হয়।
রুমী/ঢাকা