রানওয়ে থেকে ছিটকে পড়া বিমানে অগ্নিনির্বাপণ মহড়া

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমাবনবন্দর। অবতরণ করতে গিয়ে নেপচুন এয়ার লাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। আগুন ধরে যায় বিমানে। সাথে সাথে ছুটে আসে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ ও বিভিন্ন সংস্থার উদ্ধারকারী ইউনিট।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিমানবন্দরের রানওয়েতে এই দৃশ্য দেখা গেছে । তবে এই দৃশ্য বাস্তবে ঘটলেও এটি ছিলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়মিত মহড়ার একটি অংশ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর জানান, বিমানবন্দরে রানওয়েতে কোনো বিমান দুর্ঘটনা কবলিত হলে কিভাবে উদ্ধার করা হবে, কিভাবে আগুন নির্বাপণ করা হবে তা বাস্তব চিত্রের আদলে মহড়ার আয়োজন করা হয়। প্রতি দুই বছর পর পর এই ধরনের মহড়া অনুষ্ঠিত হয়। এবার ৬ষ্ঠবারের মতো মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এই মহড়ায় বিমানবন্দর কর্তৃপক্ষের পাশাপাশি ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমানবাহিনী, নিরাপত্তা বাহিনী, হাসপাতাল এবং বিভিন্ন বিমানসংস্থা সরাসরি অংশগ্রহণ করেছে।

এই ধরনের মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া যায় এবং মহড়ার কারণে সংস্থাগুলোর মধ্যে দক্ষতা ও সমন্বয় বাড়ে বলে জানিয়েছে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email

Related Posts