সড়ক সংস্কারের দাবিতে পুরনো ঢাকার গেন্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ড সচেতন নাগরিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) গেন্ডারিয়া লোহার পুল থেকে পোস্তগোলা ক্যান্টনমেন্ট পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে শত শত লোকের উপস্থিতিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন ৪৩ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আব্দুল মান্নান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন লাইট হাউসের মহাসচিব এবিএম সাইফুল্লাহ।
বিশিষ্টজনদের মধ্যে আরো বক্তব্য রাখেন ছাত্রনেতা আশিকুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল লতিফ, সিয়াম আনসারী, হাফেজ মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা লকিয়ত উললাহ।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম সাইফুল্লাহ বলেন, দীর্ঘ বছর ধরে লোহারপুল থেকে পোস্তগোলা ক্যান্টনমেন্ট পর্যন্ত এই জন গুরুত্বপূর্ণ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সম্পূর্ণ সড়কটিখানা খন্দকে ভরা। প্রায়শই বিভিন্ন রকম যানবাহন দুর্ঘটনায় নিপতিত হয়। এই সড়ক দিয়ে দৈনিক লক্ষ লক্ষ মানুষের যাতায়াত কিন্তু তাদের অসহ্য যন্ত্রণা বহন করে যাতায়াত করতে হয় ।
তিনি বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে এই সড়ক উন্নয়নের জন্য স্মারকলিপি দেয়া হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোন কাজ হয়নি। এই এলাকার বিভিন্ন গলিতে উন্নয়নের নামে রাস্তা ভাঙচুর করে রাখা হয়েছে কিন্তু সংস্কার করা হচ্ছে না। এতে জনদুর্ভোগ বেড়েই চলছে। আমরা এর আশু সমাধান চাই। তা না হলে এলাকার জনসাধারণকে নিয়ে রাস্তা অবরোধসহ বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব।
মানববন্ধন শেষে লোহারপুল থেকে গেন্ডারিয়া থানা পর্যন্ত এক বিশাল মিছিল হয়।
রুমি/ঢাকা