ঢাকা, ২৪ নভেম্বর : কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা তাদের প্রথম বার্ষিক নাট্য প্রদর্শনী আয়োজন করে শিল্পকলার জাতীয় নাট্যশালা মঞ্চে, সংগীত ও নাটক ক্লাবের ব্যবস্থাপনায়। নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা বীরপুরুষ থেকে অনুপ্রাণিত, যেখানে একজন শিশুর ভয় জয় করে সাহসিকতার উদাহরণ স্থাপনের গল্প তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান অভিনেতা ও পরিচালক, এবং প্রাচ্যনাটের প্রতিষ্ঠাতা আজাদ আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমকাল পত্রিকার উপসম্পাদক মাহবুব আজিজ, সিটি ব্যাংকের পি.আর এবংমিডিয়া ম্যানেজার আলপনা আখতার, প্রাচ্যনাটের অভিনেতা-পরিচালক তৌফিকুল ইমন, এবং শিল্পী, গবেষক ও উদ্যোক্তা, শাওন আকন্দ।
নাটকটি পরিচালনা করেন কার্ডিফের নৃত্য এবংনাট্য শিক্ষিকা পারিসা আফরোজ।
কার্ডিফ ও জেএমআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক ধন্যবাদ জ্ঞাপন করেন আর প্রিন্সিপাল আয়শা শরমিন চৌধুরী অতিথিদের স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সামগ্রিক আয়োজনের সূচনা হয় আনন্দ ধারা বহিছে ভুবনে গানের সাথে খুদে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্যের মধ্য দিয়ে। এরপর মঞ্চস্থ হয় নাটকটি, যেখানে অভিনয়ে অংশ নেয় স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। নাটকে দেখা যায়, ছোট্ট ছেলেটি কল্পনায় মায়ের সঙ্গে দূরদেশে যায় এবং পথে ডাকাতদের বীরত্বের সঙ্গে পরাজিত করে মাকে রক্ষা করে।
অনুষ্ঠানটি সৃজনশীলতা ও প্রতিভার উদযাপন ছিল, যা উপস্থিত সকলকে মুগ্ধ করেছে।