মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অন্তর্ভুক্ত মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর প্রিমিয়াম ব্র্যান্ড ফ্রেশ সিরামিকস তাদের প্রথম এক্সক্লুসিভ ডিসপ্লে সেন্টার উদ্বোধন করেছে।
বাংলাদেশের টাইলস বাণিজ্যের কেন্দ্রস্থল বাংলামোটর-হাতিরপুলে অবস্থিত “ফ্রেশ সিরামিকস -হাউজ অব অ্যাসথেটিকস” ২৬ নভেম্বর মঙ্গলবার থেকে গ্রাহকদের স্বাগত জানাতে প্রস্তুত। নান্দনিক জীবনযাপনের নতুন মাত্রা যোগ করার লক্ষ্যে নির্মিত ২,০০০ বর্গফুটের এই অত্যাধুনিক প্রদর্শনী কেন্দ্রটি উচ্চমানের টাইলস সংগ্রহের পাশাপাশি গ্রাহকদের জন্য একটি সমন্বিত ডিজাইন অভিজ্ঞতা নিশ্চিত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমজিআই-এর সম্মানিত গ্রুপ ডিরেক্টরগণ তানজিমা মোস্তফা, তানভীর মোস্তফা, ব্যারিস্টার তাসনিম মোস্তফা, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং এক্সপোর্ট প্রধান সামিরা রহমান, এবং মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর সিওও এ. কে. এম. জিয়াউল ইসলামসহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাদেশে ৪০টি এক্সক্লুসিভ ডিলার শোরুমের মাধ্যমে সেবা প্রদান করে আসা ফ্রেশ সিরামিকস-এর এই প্রথম স্বনির্ভর প্রদর্শনী কেন্দ্র গ্রাহকদের সাথে প্রত্যক্ষ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করলো। টাইলস শিল্পে উদ্ভাবন ও উৎকর্ষের নতুন মানদন্ড স্থাপনের মাধ্যমে ফ্রেশ সিরামিকস গ্রাহকদের জীবনে নান্দনিকতার নতুন মাত্রা যোগ করার প্রতিশ্রুতি পূরণে অগ্রসর হচ্ছে।