প্রস্তাবিত গভর্ণমেন্ট এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটির সদস্য সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

শনিবার ৩০ নভেম্বর রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের বুফে লাউন্জ রেস্টুরেন্টে ৮ম বিসিএস কর্মকর্তা মো আব্দুর রশিদের সভাপতিত্বে প্রস্তাবিত গভর্ণমেন্ট এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সদস্য সম্মেলন এবং বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

সমিতির সংগঠক এবং সম্পাদক মো আলমগীর জলিল সোসাইটির আমিন বাজার, মোহাম্মদপুর,কালসীসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি উপস্থাপন করেন। অনুস্টানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য আমিমুল এহসান, বিসিএস (মৎস্য),

ডাঃ আব্দুল্লাহ আল মুজাহিদ, বিসিএস (স্বাস্থ্য), মোঃ আরিফুর রহমান জুয়েল, বিসিএস (শিক্ষা),মোঃ মনিরুল ইসলাম, বিসিএস (সমবায়),মৃণাল কান্তি দে, বিসিএস (প্রশাসন) এবং  শামছুল ইসলাম জোহা, ডেপুটি রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

অনুস্টানে সোসাইটির নেতৃবৃন্দ মধ্যবিত্ত পেশাজীবিদেরকে সাশ্রয়ে হয়রানিমুক্ত আবাসন সুবিধা এবং স্বাস্থ্যসম্মত বিভিন্ন সেবা প্রদানের জন্য গৃহীত নানামুখী পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। সমিতির সংগঠক ও সম্পাদক মোঃ আলমগীর জলিল দেশের টেকসই উন্নয়নে অবদান রাখার জন্য সকল অংশীজনের সমন্বিত প্রচেষ্টা, সামাজিক ও নৈতিক ব্যবসায়, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, কার্যকর নীতিমালা ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। 

প্রশিক্ষণ কর্মশালায় সমবায়সহ বিভিন্ন দপ্তরে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ এবং সমিতির প্রথম কর্পোরেট পার্টনার ইবনে সিনার ব্যবসায় উন্নয়ন কর্মকর্তার মধ্যে বিশদভাবে মতবিনিময় হয়। 

Print Friendly, PDF & Email

Related Posts