মুহাম্মদ শাহ জাহান, ইউএই থেকে: সংযুক্ত আরব আমিরাতে উৎসবমুখর পরিবেশ ও বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র নতুন কমিটির যাত্রা শুরু হয়েছে।
এই উপলক্ষে শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টায় বাণিজ্যিক রাজধানী দুবাই’র একটি অভিজাত হোটেলের বল রুমে প্রেসক্লাবের সহ-সম্পাদক মুহাম্মদ ইসমাইল এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অভিষেক অনুষ্ঠান শুরু হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম ও যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি এস এম মোদাসসের শাহ। এতে দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অভিষেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এর মান্যবর কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।
প্রধান অতিথি প্রেসক্লাবের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, এটি যে পেশাদার সাংবাদিকদের সংগঠন তা চমৎকার এই আয়োজন দেখে বুঝা যায়। পাশাপাশি তিনি প্রেসক্লাবের পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং প্রবাসীদের আমিরাতের আইন কানুন মেনে চলার আহবান করেন।
এই অভিষেকে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রধান করেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট আইয়ুব ভুঁইয়া, জাতীয় প্রেস ক্লাবের উপদেষ্টা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য কবি আবদুল হাই শিকদার ও কলামিস্ট ফোরাম অব বাংলাদেশ এর মহাসচিব মীর আব্দুল আলীম।
জাতীয় প্রেসক্লাব সভাপতি আইয়ুব ভুঁইয়া তার বক্তৃতায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের নিয়ে তারা কাজ করছে। অতএব তাদের এ যাত্রায় অবশ্যই জাতীয় প্রেসক্লাব পাশে থাকবে এবং দেশে আসলে কিছু সুযোগ সুবিধা প্রদান করা হবে।’ এছাড়াও তিনি প্রেসক্লাব ইউএই’র নেতৃবৃন্দের ভুয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সম্পাদক ও সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুবাই পুলিশের সিনিয়র কর্মকর্তা ওমর আফলাতুন, কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন, আন্তর্জাতিক ক্রিকেটের স্বনামধন্য ধারাভাষ্যকার শামীম আশরাফ চৌধুরী, দুবাই কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান, ওলংগং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. জিনাত রেজা খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুবাই পুলিশের সিনিয়র অফিসার ক্যাপ্টেন খালেদ আল হাসমি, কনস্যুলেটের লেবার কাউন্সিলর আব্দুস সালাম, কাউন্সিলর কাজী ফয়সাল, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইয়ের রিজিউনাল ম্যানেজার শাকিয়া সুলতানা, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মীর কামাল, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইয়াকুব সুনিক।
অনুষ্ঠানের মেইন স্পনসর মিডিলিস্ট ফ্যাশন, কো স্পনসর আফলাতুন গ্রুপ অব কোম্পানি ও প্রাইম হাব। সাপোর্টিং স্পনসর – ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ, আল মামুন মেটালিক, এ ওয়ান প্রোটিন ডট কম, আল কারিয়াহ আল খাদরা ইউজড কার ট্রেডিং এলএলসি, তাউশ গ্রুপ অব কোম্পানিজ, ওয়েল টাচ গার্মেন্টস ট্রেডিং এলএলসি, এক্সসেলেন্স জেনারেল ট্রেডিং এলএলসি, শাহাদাত গ্রুপ অব কোম্পানিজ ও জি স্প্রিংক আইটি সোলুশনস এফজেড এল এল সি।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইশতিয়াক আসিফের সঞ্চালনায় জমকালো আয়োজনে গান পরিবেশন করেন, আমিরাতের জনপ্রিয় শিল্পী রাসেল, সামিদা, সাদ ও মুহাম্মদ আবু শাহাদাত সায়েম।
এ সময় বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র সদস্যবৃন্দ, কনস্যুলেট কর্মকর্তা, আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্ম আল কোয়াইন, ফুজিরাহ, রাস আল-খাইমাহ তথা আমিরাতের সাতটি প্রদেশ থেকে আগত বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গনে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।