মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ : “বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের নিয়ে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিকসহ বহু মানুষকে হত্যা করেছে।”
বলেছেন মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ হাইকমিশনের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুতেই, শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠানে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন মালদ্বীপ বিএনপি’র সভাপতি খলিলুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, “বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাধ্যমে বাঙালি জাতির অগ্রযাত্রা থামিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এই ঘৃন্য কাজে লিপ্ত হানাদার বাহিনী ও তাদের দোসরদের জাতি সবসময় ঘৃণা করে যাবে।”
তিনি শহীদ বুদ্ধিজীবীদের দেশপ্রেম নিজেদের মাঝে ধারণ করে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশে রুপান্তর করার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য আহ্বান জানান।
তিনি উল্লেখ করেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালদ্বীপ বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নেহের মিয়া রানা, সহ-সভাপতি, মো. বাবুল হোসেন, মো. ফারুক হোসেন, মোহাম্মদ আলমগীর মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মো. আমির রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ কাদের, ধর্ম বিষয়ক সম্পাদক মো.আবুল কালাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা, মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মাসুম মুন্না, সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন, যুবদলের প্রস্তাবিত সভাপতি মো. আরিফুল ইসলাম, মো. মহিউদ্দিন, মোহম্মদ রাসেল, সাগীর আহমেদ প্রমুখ।
দিবসটি উপলক্ষ্যে শহীদ বুদ্ধিজীবী এবং মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে মিশনের কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি নাগরিক উপস্থিত ছিলেন