আপনার আজকের রাশিফল ॥ ৭ জুলাই

বিডিমেট্রোনিউজ ডেস্ক   আজ বৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬ । আজ পবিত্র ‍ঈদুল ফিতর।  জেনে নিন আপনার আজকের রাশিফল-

মেষ
কোনও কারণে চিন্তার পরিমাণ বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য ক্ষতি। প্রেমের ব্যাপারে মানসিক উদ্বেগ বাড়তে পারে। বাড়িতে সম্পত্তি নিয়ে কিছু আলোচনা।ব্যবসায় উন্নতি।
বৃষ
ব্যবসার ক্ষেত্রে প্রসারলাভ। তবে বাড়িতে কোনও অর্থ ক্ষতি হতে পারে। স্ত্রীর কাছে বুদ্ধিতে পরাজয়। বক্তা হিসাবে লোকের মন জয়। শরীরের জন্য চিন্তা।
মিথুন
নিজের কোনও ভুলের জন্য স্বাস্থ্যহানি হতে পারে। কোনও বদনাম হতে পারে। কোনও ছোট ব্যক্তির কাছে দুর্ব্যবহার পেতে পারেন। মূত্রাশয়ঘটিত পীড়া বৃদ্ধি।
কর্কট
ব্যবসার উপর হিংসা করে শত্রু বৃদ্ধি। বাড়িতে ছোট কারণে অশান্তি বাধতে পারে। প্রেমে আঘাত পেতে পারেন। প্রতিবেশীর সঙ্গে বিবাদ। চিকিত্সার জন্য খরচ বাড়তে পারে।
সিংহ
পিতার কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। কারও আবদার পূরণ করতে খরচ। পড়ে থাকা কাজ শেষ হওয়ার জন্য শুভ দিন। বন্ধুর প্রতারণায় মানসিক আঘাত। শরীরে কষ্ট বৃদ্ধি।
কন্যা
বাড়িতে চুরি হতে পারে। প্রেম ও প্রণয়ে আবেগ বাড়তে পারে। আইনি জটিলতা আসতে পারে। কোন কারণে তর্কে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসার ক্ষেত্রে অন্যের সাহায্য পাওয়ার সম্ভাবনা।
তুলা
অযথা অপমান জুটতে পারে। বন্ধুর সঙ্গে বিবাদের কারণ হবেন না। বিবাহিত জীবন সুখের। রোগের জন্য টাকা খরচে বিরক্তি। ব্যবসার দিকে ভাল।
বৃশ্চিক
আত্মীয়ের সঙ্গে বুঝে চলুন। কোনও কর্মের জন্য অপামানিত হতে পারেন। অতিরিক্ত রাগ ক্ষতি ডেকে আনবে। স্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। পেটের সমস্যা।
ধনু
নতুন কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ। শত্রুর ভয় থেকে মুক্ত হতে পারবেন না। কাজের জন্য ব্যস্ত থাকতে হবে। ব্যবসায় বিনিযোগ না করাই ভাল। পড়াশোনায় মন বসবে না।
মকর
ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা। ভাল কাজ করার জন্য সুনাম অর্জন। গুরুজনের চিকিত্সার জন্য খরচ বৃদ্ধি। স্ত্রীর জন্য মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসা একটু খারাপ যাবে।
কুম্ভ
কোনও কাজে বিভ্রান্তি হওয়ার জন্য সময় নষ্ট। কিছু পাওয়ার আশা করতে পারেন। প্রেমের জন্য দিনটি ভাল। কোন জিনিস নষ্ট হতে পারে। গোপন শত্রু বৃদ্ধি। অর্থ ভাগ্য ভাল হবে না।
মীন
আজ একাকী দিন কাটবে। কোনও আত্মীয় শত্রুতা করতে পারেন। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ। প্রতিযোগিতায় পরাজয় আসতে পারে। ফাটকা ব্যবসা না করাই ভাল।
Print Friendly, PDF & Email

Related Posts