বিডি মেট্রোনিউজ ।। ঢাকা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ২৬ নভেম্বর এক বিবৃতিতে বৈশাখী টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যমে প্রচলিত ও বিধিবদ্ধ নিয়মকানুন উপেক্ষা করে সাংবাদিক ছাটাই, বাধ্যতামুলক ছুটি গ্রহণের অন্যায় চাপ ও চাকুরিচ্যুতির হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এ সব গণমাধ্যমের মালিককে আইন মেনে পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন। অন্যথায় যে কোনও ধরণের উদ্ভুত পরিস্থিতির দায় মালিক কর্তৃপক্ষের নিতে হবে বলে সতর্ক করেছেন নেতৃবৃন্দ।প্রেস বিজ্ঞপ্তি
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বেসরকারী টেলিভিশন বৈশাখী’তে কিছুদিন ধরে বিনা নোটিশে সাংবাদিক ছাঁটাই, বাধ্যতামূলক ছুটি এবং নানা বাহানায় সাংবাদিকদের হয়রানি ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে বেশ কয়েক জন সিনিয়র সাংবাদিকসহ অন্তত: ১০জনকে চাকুরীচ্যুত করা হয়েছে। আর এ অন্যায় কাজে মালিককে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে ওই প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজনের বিরুদ্ধেও।
ডিইউজে নেতৃবৃন্দ এ সব গণমাধ্যমের মালিক ও তাদের দোসরদের হুসিয়ারি দিয়ে বলেন, শ্রম আইনের বরখেলাপ ঘটিয়ে সাংবাদিক ছাটাই ও নির্যাতনের পদক্ষেপ বন্ধ করা না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি নিতে বাধ্য হবে।
অপর এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক যুগান্তরের ইকোনোমিক এডিটর হেলালউদ্দিন কিছুদিন আগে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সংবাদ সম্মেলনে একটি বিষয়ে জবাব চাইতে গিয়ে বোর্ডের এক শীর্ষ কর্মকর্তার রোষানলে পড়েছেন। অভিযোগ উঠেছে, হেলালউদ্দিনকে চাকুরীচ্যুত করতে ওই কর্মকর্তা যুগান্তর কর্তৃপক্ষের উপর চাপ প্রয়োগ করছেন। তা ছাড়া সরকারি প্রভাব ব্যবহার করে হেলালউদ্দিনকে মানসিকভাবে হয়রানীর অভিযোগও পাওয়া গেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের ক্ষমতার অপব্যবহারকারী বিশেষ এ গোষ্ঠীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, কারো অন্যায় চাপের মুখে কোনও সাংবাদিক চাকুরীচ্যুত হলে তার দায়-দায়িত্ব সরকারের উপর বর্তাবে।