বিডি মেট্রোনিউজ ।। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ঢাকা রিপোটার্স ইউনিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজু আহমদের একটি ছোট্ট স্ট্যাটাস মুগ্ধ করেছে অনেককেই। নির্বাচিত হওয়ার পর এই মাধ্যমে তিনি সম্মানিত ভোটার ও সমর্থণকারীদের কয়েক দফা কৃতজ্ঞতা জানিয়েছেন। কিন্তু এবারের স্ট্যাটাসে অল্প কথায় যে বর্ণনা করেছেন তা অসাধারণ। একজন সাংবাদিকের এমন প্রাণকাড়া পত্রটি সঙ্গেও ছবিটিসহ এখানে পাঠকদের জন্যতুলে দেওয়া হলো-
‘মাত্র এক ভোটে জয়ের অনুভূতি যে কেমন- তা ভাষায় প্রকাশ করা কঠিন। মনে পড়লেই শিউরে উঠি, আরেকটু হলেই…! এই জয়ের পেছনে রয়েছে সহকর্মীদের শত ত্যাগ, হাজারো শ্রম, আর অগুণতি ভালবাসা। আর নেপথ্যে কতো জনের শুভ কামনা যে আমাকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের মতো গুরু দায়িত্ব পালনের সুযোগ দিতে ভূমিকা রেখেছে এই ছবিটিই তার প্রমাণ। আমাদের ছোট্টমণি আয়রা যে কখন আমার ক্যাম্পেইনে নেমেছিল টেরই পাইনি।
ছোট্ট এই মায়ের জন্মদিনে শুভেচ্ছা ছাড়া আর কী-ই বা দিতে পারি…. ’