মনির মন্ডল ।। আশুলিয়া প্রেসক্লাবে জমকালো আয়োজনে উদযাপিত হলো ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার আশুলিয়ার বাইপাইলস্থ প্রেস ক্লাব কার্যালয়ে ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার ও আশুলিয়া থানার ওসি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে, সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির প্রেস ক্লাবের দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় পুলিশ সুপার মহামূল্যবান বেশ কিছু বই প্রেস ক্লাবে প্রদান করেন। একই সাথে একুশে টেলিভিশনের সাংবাদিক নাজমুল হুদা একটি কম্পিউটার উপহার দেন। স্থানীয় ব্যবসায়ী ফিরোজ কবির আকাশ প্রেস ক্লাবের জন্য ৩৩ফুট দীর্ঘ একটি স্থায়ী সাইনবোর্ডও প্রদান করেন।
প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয় ও সাধারন সম্পাদক শেফালী মিতু স্মৃতিচারণমূলক বক্তব্যে বলেন, আশুলিয়া প্রেস ক্লাব আমাদের প্রাণের সংগঠন। ২০০৫ সালের ৭ ডিসেম্বর জন্ম নেওয়া এই সংগঠনটি হাটি-হাটি, পা-পা করে দীর্ঘ ১০টি বছর অতিক্রম করে ১১বছরে পদার্পণ করেছে। আর আগামীতে আশুলিয়ার এই নিঃস্বার্থ প্রতিষ্ঠানটি সমাজ ও মানুষের জন্য কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এদিকে প্রেস ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব প্রাঙ্গণে সপ্তাহ ব্যাপী ব্যাডমিন্টন ও ক্যারাম টুর্নামেন্টসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।