জাপানে মামুনের পিএইচডি ডিগ্রী অর্জন

বিডি মেট্রোনিউজ ডেস্ক ।। মো. মামুনুর রশিদ (মামুন) মনুবশু বৃত্তি নিয়ে জাপানের টোকিও ইন্সটিটিউট অব টেকনোলজি/ University of Tokyo Institutes of Technology (TIT) এর অধীন ডিপার্টমেন্ট অব ইন্টাষ্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট (হিস্টরি অব সাইন্স এন্ড টেকনোলজি)  থেকে মাষ্টার্স এবং পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন।

তার পিএইচডি থিসিসের বিষয়বস্তু ছিল এক্সপ্লোরেশন, মাকের্টি এন্ড পলিটিকস অব ন্যাচারাল গ্যাস ইন বাংলাদেশ; ১৯৭১-২০০৮ইং। মামুনের উভয় থিসিসের তত্ত্বাবধায়ক ছিলেন জাপানী Prof. Masakatsu Yamazaki (N. Physics) and Associate Prof.Yakub Bektus (History of Technology)।

মামুনের বহুবিধ আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা রয়েছে এবং মামুন বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কনফারেন্সে/সম্মেলনে অংশগ্রহণ করে গবেষণা প্রবন্ধ উপস্থাপন ও বক্তৃতা করেন।

মামুন মুন্সিগঞ্জ জেলার দক্ষিণ রাঙ্গামালিয়া গ্রামের মো. হারুন-অর-রশিদ এবং মৃত উম্মে কুলসুমের সন্তান। বর্তমানে মামুন হারাগুচি মিয়েকো (Haraguchi Mieko) এর দত্তক সন্তান হিসেবে জাপানে বসবাস করছেন।

Print Friendly, PDF & Email

Related Posts