পটুয়াখালীতে আড়াই ফুট দৈর্ঘ্যের একটি বিলুপ্তপ্রায় লাউডগা সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। বর্তমানে সাপটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
আজ (রবিবার) সন্ধ্যায় সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চরনিজর গ্রামের একটি বসতবাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটি উদ্ধারের সময় অ্যানিমেল লাভারস সদস্য ইউসুফ রনি ও আদনান রাকিব উপস্থিত ছিলেন।
জানা যায়, উজ্জ্বল সবুজ বর্ণের লম্বাটে, নলাকার, নাক লম্বা এবং সুচালো এ লাউডগা সাপের প্রধান খাবার ব্যাঙ ও সরীসৃপ জাতীয় প্রাণি।
অ্যানিমেল লাভারস সদস্য ইউসুফ রনি বলেন, “সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাপটি উদ্ধার করি। সচরাচর এসব সাপ দেখা যায়না। এসাপ মূলত লাফ দিয়ে এক গাছের ডাল থেকে অন্য গাছে যায় এজন্য একে উড়ন্ত সাপ বলা হয়। সাপটি মৃদু বিষধর। এছাড়া সাপগুলো লাউ গাছের সঙ্গে ডগার মতো হয়ে মিশে থাকে।”
অ্যানিমেল লাভারস এর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, “সাপটিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। সাপটি কিছুটা সুস্থতা বোধ করলে বন বিভাগের সহায়তায় আমরা এটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করবো। এর আগেও আমরা বেশ কিছু সাপ, পাখি ও বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করেছি।”