জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ভর্তির আবেদন শুরু ১৩ ডিসেম্বর

বিডি মেট্রোনিউজ ডেস্ক ।। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের শেষ বর্ষের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন প্রক্রিয়া ১৩ ডিসেম্বর বিকেল ৪ টা থেকে শুরু হবে।
আজ শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, স্নাতকোত্তর (প্রফেশনাল) বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও এলএলবি কোর্সের শেষ বর্ষের ভর্তির আবেদনের ২৯ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি কার্যক্রমে আবেদনকারীকে ভর্তি পরীক্ষা দিতে হবে না। তাদের স্নাতক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) এ থেকে জানা যাবে।

Print Friendly, PDF & Email

Related Posts