সড়কে প্রাণ হারালেন সাংবাদিক ফারুক, শোকের ছায়া

বিডি মেট্রোনিউজ ।। রাজধানীতে ‍এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দৈনিক কালের কণ্ঠের সাবেক উপ-সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক (৫১)। কাকরাইলে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মৃত্যুমুখে পতিত হন তিনি। তার মৃত্যুতে সাংবাদিকমহলে গভীর শোকের ছায়া নেমে ‍এসেছে।

জানা যায়, কাকরাইলের রাজমনি সিনেমা হলের সামনে শনিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ৮টার দিকে মারা যান তিনি।

ফারুক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বিশালিখা গ্রামের মৃত গাজীউর রহমানের ছেলে। তিনি মোহম্মাদপুরের তাজমহল রোডের ৩০/১৯ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার দুই ছেলে-মেয়ে রয়েছে।

তার শ্যালক আখলাক রহমান জানান, রাজমনি সিনেমা হলের সামনে রাস্তা পার হচ্ছিলেন ফারুক। এ সময় একটি ট্রাক ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আনোয়ার নামে এক সিএনজি অটোরিকশাচালক তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সকালে তিনি মারা যান।

Print Friendly, PDF & Email

Related Posts