শীলার মন ভালো নেই

বিডিমেট্রোনিউজ ডেস্ক একদম মন ভালো নেই শীলার। নতুন পরিস্থিতি এবং নতুন সঙ্গীর সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে আড়াই বছরের ছোট্ট শীলার। খাওয়াদাওয়া না করে দূর্বল হয়ে পড়েছে সে। যথেষ্ট উদ্বেগে রয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। তুলনামূলকভাবে অনেকটাই সংযত স্নেহাশীস।

পূর্ব পরিকল্পনা মত টাইগার সাফারি শুরু করতে আলিপুর চিরিয়াখানা থেকে গত ৩০ ডিসেম্বর এই দুই অতিথিকে আনা হয় শিলিগুড়িতে।

রবিবার কার্শিয়াং-এ উত্তরবঙ্গ উত্সবের মঞ্চ থেকে বেঙ্গল সাফারিতে টাইগার সাফারির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অনেকদিন আগে থেকেই তাদেরকে পরিবেশের সঙ্গে সড়গড় করার জন্য চেষ্ঠা চালাচ্ছিল সাফারি কর্তৃপক্ষ। তবে এখনও মানিয়ে নিতে পারেনি দুই অতিথি। তাই আপাতত এই সাফারি পর্যায়ক্রমে চালানোর সিদ্ধান্ত নিয়েছে পার্ক কর্তৃপক্ষ। সকাল ১০ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত চলবে টাইগার সাফারি।

Print Friendly, PDF & Email

Related Posts