মেট্রো নিউজ : বাংলাদেশের প্রথম মহিলা প্যারাট্রুপারের গৌরব অর্জন করেন ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
সিলেটের জালালাবাদ সেনানিবাসের পানিছড়া প্যারাট্রুপিং জোনে তিনি ১০০০ মিটার উচ্চতায় বিমান বাহিনীর উড়োজাহাজ থেকে প্যারাসুট জাম্প করে সফলভাবে মাটিতে অবতরণ করেন।
সাহসী এই সেনা কর্মকর্তা ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৫৯তম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত মিলিটারি অ্যাকাডেমির কম্পিউটার প্রশিক্ষক হিসেবে কর্মরত।