নাঈমুল ইসলাম খানের স্ত্রীও সম্পাদক হলেন

বিডি মেট্রোনিউজ ডেস্ক || নাঈমুল ইসলাম খানের স্ত্রী নাসিমা খান মন্টি এখন দৈনিক আমাদের অর্থনীতির ভারপ্রাপ্ত সম্পাদক। তিনি আগে আমাদের অর্থনীতির সহযোগী সম্পাদক ছিলেন।  ১৬ ডিসেম্বর থেকে তিনি এই দায়িত্ব পেলেন।

তিনি অনলাইন নিউজ পোর্টাল আমাদের সময় ডট কম-এর বিভিন্ন পদে দায়িত্ব পালন করার পর এক বছরেরও বেশি সময় ধরে এটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে দৈনিক আমাদের সময় এবং এটিএন নিউজে কাজ করেছেন।  তার কর্মজীবন শুরু সেন্টার ফর পলিসি ডায়ালগে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে অনার্স করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন স্টাডিজ থেকে মাস্টার্স এবং পরবর্তীতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়েও তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। যুক্তরাষ্ট্রের ওকলাহোমা ইউনিভার্সিটিতে সাংবাদিকতায় নেতৃত্ব বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন এবং দেশে-বিদেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে বেশ কিছু প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন।

Print Friendly, PDF & Email

Related Posts