বিডি মেট্রোনিউজ || জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা, স্মরণ আর ভালোবাসায় মহান বিজয় দিবস উদযাপন করলো রাজধানীর অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ।
এ উপলক্ষে কলেজের স্থায়ী ক্যাম্পাস দিয়াবাড়ি মাঠে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, সমবেতকন্ঠে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সূর্যস্নাত শিশির ভেজা ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম কামালউদ্দিন ভূঁইয়া (অব.), পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম এবং সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ।
আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম উপস্থিত শত শত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে আবেগময় বিজয় দিনের স্মৃতিকথা তুলে ধরেন।
তিনি বলেন, আমরা গর্বিত কারণ আমরা বিজয়ী। আমাদের অগ্নি সন্তানরা অন্যায়ের কাছে মাথা নত করেননি বরং জীবন উৎসর্গ করে বিজয় ছিনিয়ে এনেছেন। সেসব শ্রেষ্ঠ সন্তানদের জন্যই আজ আমরা স্বাধীন। বিশ্বমানচিত্রে গর্বিত এক স্বাধীন জাতি।