মেট্রো নিউজ : নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে তিব্বতে ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত বৃহত্তম জলবিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের ছ’টি শাখাই মঙ্গলবার চালু করে দিল চিন৷ এর ফলে জোড়া সমস্যায় ভুগতে পারে ভারত৷ প্রথমত, ব্রহ্মপুত্রের জল ভারতে সরবরাহের ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে৷ দ্বিতীয়ত, চিন বেশি পরিমাণে জল ছাড়লে প্লাবিত হতে পারে উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চল৷
জাম জলবিদ্যুত্ উত্পাদন কেন্দ্রেরই অপর নাম জাংমু৷ শুধুমাত্র বিশ্বের সর্বোচ্চই নয়, এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুত্ কেন্দ্রও বটে৷ বিশেষজ্ঞদের দাবি, পূর্ণমাত্রায় উত্পাদন শুরু হলে এখান থেকে বছরে ২৫০ কোটি কিলোওয়াট-আওয়ার জলবিদ্যুত্ উত্পাদন করা সম্ভব হবে৷ প্রায় দেড়শো কোটি মার্কিন ডলার ব্যয় করে জলবিদ্যুত্ উত্পাদন কেন্দ্রটি গঠিত হয়েছিল৷ ব্রহ্মপুত্র নদীটি তিববত হয়ে ভারত ও বাংলাদেশে বয়ে গিয়েছে৷
এই নদী তিববতে ইয়ারলাং জাংবো নামে পরিচিত৷ শানানের জিয়াসা কাউণ্টি এলাকায় এই নদীর উপরই জলবিদ্যুত্ কেন্দ্রটি তৈরি করা হয়েছে৷ এর প্রথম ইউনিটটি গত বছর নভেম্বরেই চালু হয়ে গিয়েছিল৷ তবে সবক’টি ইউনিট চালু করা হল মঙ্গলবার৷ এর ফলে মধ্য তিববতের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুতের পর্যাপ্ত জোগান দেওয়া সম্ভব হবে বলে জানা গিয়েছে৷