বিডি মেট্রোনিউজ ডেস্ক || আমিরকে নিয়ে ঝড় উঠেছে পাকিস্তানে। চলছে তুমুল বিতন্ডা। ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছরের নিষিদ্ধাদেশ কাটিয়ে মোহাম্মদ আমিরের জাতীয় ক্রিকেট দলে ফেরা নিয়ে পাকিস্তানে সাবেক খেলোযাড় ও সমর্থকদের মধ্যে মতভিন্নতা দেখা দিয়েছে।
চলতি বছর এপ্রিল মাসে নিষিদ্ধাদেশ শিথিল হওয়ার পর ঘরোয়া ক্রিকেটে ফিরে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন ২৩ বছর বয়সী আমির । এ পর্যন্ত চার দিনের ১২ এবং ১১টি টি-২০ ম্যাচে সব মিলিয়ে তিন মোট ৮৪ উইকেট শিকার করেছেন। যার মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লীগেও রয়েছে ১৪টি।
আগামী মাসে তিন ওয়ানডে এবং সম সংখ্যক টি-২০ম্যাচর সিরিজ খেলতে দলের নিউজিল্যান্ড সফরের দল ঘোষনার আগে ফিটনেস ক্যাম্পে আমিরকে অন্তর্ভুক্ত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। ভিসা পেলে নিউজিল্যান্ড সফরের দলে আমির বলতে গেলে এক প্রকার নিশ্চিতই। কিন্তু দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেন, আমিরকে জাতীয় দলে নির্বাচন করা উচিত হবেনা।
লতিফ বলেন, ‘একটা আন্তর্জাতিক ম্যাচে পাকিস্তানের সঙ্গে বেঈমানী করা জীবন্ত একটা উদাহরণ আমির। আমিরের কেবলমাত্র ঘরোয়া ও বিভিন্ন লীগ ক্রিকেট খেলা উচিত।’
তিনি বলেন, ‘তাকে তার মত বাঁচতে দিন। কিন্তু পুনরায় দেশের পক্ষে খেলার সুযোগ দেবেন না। সে ঘরোয়া এবং বিভিন্নœ লীগে খেলতে পারে।কিন্তু হানিফ মোহাম্মদ, ইমরান খান, মজিদ খান, ওয়াসিম বারি, ফজল মাহমুদ এবং জাভেদ মিঁয়াদাদের মত খেলোয়াড়রা জাতীয় দলের যে জার্সি গায়ে দিয়ে খেলেছেন, তা আমিরকে জড়াতে দেবেন না।’
বর্তমান দুই খেলোয়াড় মোহাম্মদ হাফিজ ও আজহার আলীও আমিরের সঙ্গে ক্যাম্পে অনুশীলন করতে রাজি ছিলেন না। তবে শেষ পর্যন্ত পিসিবি চেয়ারম্যানের সঙ্গে আলোচনার পর রাজি হয়েছেন। কিন্তু আরেক সাবেক সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ আমিরের অন্তর্ভুক্তিকে সমর্থন করছেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে ইউসুফ বলেন, ‘আমির খুবই ভাল একজন বোলার এবং যেহেতু সে তার শাস্তি বোগ করেছে তাই পাকিস্তানের হয়ে খেলার অধিকার তার রয়েছে।নিষিদ্ধাদেশ উঠে যাওয়ার পর থেকে আমির খুবই ভাল বোলিং করছে এবং তার অন্তর্ভুক্তি পাকিস্তান দলকে শক্তিশালী করবে। অতএব তার অন্তর্ভুক্তি আমি সমর্থন করি।’
অন্যদিকে আম জনতার অধিকাংশই আমিরকে সমর্থন করছেন। প্রকৌশলের ছাত্র আশফাক খান বলেন, ‘এ কেলেঙ্কারী ঘটার সময় আমির ছিলেন একটা শিশু।’
২০১০ সালে আমিরের বয়স ১৮ বছর ছিল উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমির একজন বিশেষ বোলার এবং পাকিস্তান জাতীয় দলে জায়গা পাওয়া তার প্রাপ্য।