বিডি মেট্রোনিউজ || মনোরম সব আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৫।
২৮ ডিসেম্ভর মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ সহিদুল ইসলাম। বাৎসরিক এই আয়োজনে কলেজের প্রশাসনিক অধ্যক্ষ লে.কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.), প্রশাসনিক পরিচালক মোঃ মাসুদ আলম, প্রায় আট হাজার ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজনের শেষাংশে ছিল মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।