বিডি মেট্রোনিউজ ডেস্ক || আরও গতি পেল ক্রিকেট। জোর বাড়ল বলের। ১৬১.৩ কিমি/প্রতি ঘণ্টা, এতদিন এটাই ছিল পৃথিবীর ক্রিকেট ইতিহাসে সব থেকে জোরে বল। পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারই ছিলেন এই রেকর্ডের মালিক। ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়ায় সিরিজে আখতারের রেকর্ড ভাঙলেন জশ হ্যাজেলউড।
চতুর্থ দিনের দ্বিতীয় ওভারে। ব্যাট করছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ব্যাটসম্যান রাজেন্দ্র চন্দ্রিকা। বল করলেন হ্যাজেলউড। তখনও ব্যাটসম্যান বুঝেই উঠতে পারেননি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের সব থেকে জোরে বল খেলে ফেলেছেন তিনি।
বুঝলেন তখন যখন পুরো মাঠ জুড়ে ‘হু’ ‘হু’ হুঙ্কার শুনলেন। স্পিড মিটারে বড় বড় করে লেখা ১৬৪.২ কিলোমিটার।