একেই বলে ভাগ্য!

বিডি মেট্রোনিউজ ডেস্ক || একেই বলে ভাগ্য! স্প্যানিশ লা লিগায় শনিবার মুখোমুখি হয় এস্পানিওল ও বার্সেলোনা। গোলপোস্টে ১০টি দারুণ আক্রমণ শানায় লুইস এনরিকের শিষ্যরা। তার মধ্যে দুটো ছিল গোলমুখে। কিন্তু কোনোটিই প্রতিপক্ষের জাল কাঁপাতে পারেনি।

৫ টি কর্নারও পায় কাতালানরা। সেখান থেকেও কোনো সুবিধা নিতে পারেনি। অবশ্য বলের ৭৩ ভাগ দখল ছিল কাতালানদের। ঘরের মাঠে চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে এস্পানিওল। ঘরের মাঠে গোল থেকে রক্ষা পেল এস্পানিওল।

অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে তারা। ১৭ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করছে বার্সা। সমসংখ্যক ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

৯ জানুয়ারি ঘরের মাঠে গ্রানাডার মুখোমুখি হবে মেসি-নেইমাররা।

 

 

 

Print Friendly, PDF & Email

Related Posts