মেসি ‍এবার সেরা প্লেমেকার নির্বাচিত

বিডি মেট্রোনিউজ ডেস্ক ||ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি এন্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) এর বিবেচনায় বিশ্বের সেরা প্লেমেকার নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন তারকা লিয়নেল মেসি। অন্যদিকে ২০১৫ সালের বিশ্বসেরা ক্লাব কোচ মনোনীত হয়েছেন বার্সেলোনার কোচ লুইস এনরিকে।

গত বছর সেরা প্লেমেকারের পুরস্কার জয় করেছিলন রিয়াল মাদ্রিদের টনি ক্রুস। এই প্রথমবারের মত আইএফএফএইচএস এর এই পুরস্কার গ্রহণ করলেন চারবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি। ২০১৩ ও ২০১৪ সালের বিজয়ী সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে পিছনে ফেলে ১৬৮ পয়েন্ট নিয়ে মেসি এই পুরস্কার জিতে নিয়েছেন।

ইনিয়েস্তার সংগ্রহে ছিল ৯১ পয়েন্ট। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান পেয়েছেন নিউ ইয়র্ক সিটির ইতালিয়ান প্লে মেকার আন্দ্রে পিরলো। সমান ২২ পয়েন্ট নিয়ে পরের অবস্থানে রয়েছেন চেলসির বেলজিয়ান উইঙ্গার ইডেন হ্যাজার্ড ও উল্ফসবার্গ/ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুনে।

এদিকে বিশাল পয়েন্টের ব্যবধানে বায়ার্ন মিউনিখকে পিছনে ফেলে সেরা কোচ মনোনীত হয়েছেন এনরিকে। বার্সা কোচের সংগ্রহ যেখানে ১৬৫ পয়েন্ট সেখানে গার্দিওলার নামের পাশে জমা হয়েছে ৮৬ পয়েন্ট। জুভেন্টাসের সাথে দারুন একটি বছর কাটানো ইতালিয়ান মাসিমিলিয়ানো আলেগ্রির সংগ্রহে রয়েছে ৪৩ পয়েন্ট।

Print Friendly, PDF & Email

Related Posts