মেট্রো নিউজ : আপনার নামে কুরিয়ার আছে। কথাটা শুনে সই করে অদ্ভুত দেখতে প্যাকেটটা হাতে নিয়েছিলেন বেঙ্গালুরু বিদ্যুত্ পর্ষদ (BESCOM)-এর কর্মী অ্যাঞ্জেলো কিথ ডিসিলভা। কিন্তু তারপরেই সে চিত্কার করে ওঠে। প্যাকাটটা খুলতেই ফোঁস করে ওঠে একটা বিষাক্ত কালো সাপ। তবে ডিসিলভার কোনও ক্ষতি হয়নি।
পুলিসের কাছে অভিযোগ জানানোর পর দেখা যায় ডিসিলভারকে সেই প্যাকটটা পাঠিয়েছিলেন তাঁর অফিসের এক সহকর্মীর স্বামী। ডিসিলভার সঙ্গে বেশ কয়েকবার একসঙ্গে তাঁর স্ত্রী-কে দেখিছেলন সেই ভদ্রলোক। স্ত্রী-র মুখে ডিসিলভার অনেক প্রশংসাও শুনেছিলেন। তাতেই স্বামীর মনে তৈরি হয় ঈর্ষা। আর ঈর্ষা থেকেই জন্ম নেয় সাপ চক্রান্তের।