ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকার কমিটি গঠন

বিডি মেট্রোনিউজ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে ইত্তেফাকের  রেজাউল করিম বাবুল সভাপতি  ও নয়াদিগন্তের আবু সালেহ আকনকে  সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন : সহ-সভাপতি হুমায়ুন কবির (৭১ স্বাধীন.কম), শাহানাজ পারভীন ডলি (আজকের বার্তা), যুগ্ম-সম্পাদক মানিক লাল ঘোষ (মাই টিভি), শামীম হাওলাদার,   সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন (সমকাল), অর্থ সম্পাদক নিজামুল হক (ইত্তেফাক),  প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ রিপন (আমার সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নয়ন মুরাদ,  আইন বিষয়ক সম্পাদক এনামুল ইসলাম রুবেল, দফতর সম্পাদক শহিদুল ইসলাম (সরেজমিন)।

এ ছাড়া সদস্যরা হলেন- কবিরুজ্জামান মিঞা (ভোরের আকাশ), শাহীন করিম (মানবকন্ঠ), মিজানুর রহমান (আলোকিত বাংলাদেশ), মো. আল মামুন(জনকন্ঠ), নাছির উদ্দিন সোয়েব(সংগ্রাম), আসলামুল হোসাইন (খবর পত্র),  মোস্তফা কামাল (ভোরের সময়)।

Print Friendly, PDF & Email

Related Posts