বিডি মেট্রোনিউজ॥ ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতি, ঢাকার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে রেজাউল করিম বাবুলের সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ইত্তেফাকের রেজাউল করিম বাবুল সভাপতি ও নয়াদিগন্তের আবু সালেহ আকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন : সহ-সভাপতি হুমায়ুন কবির (৭১ স্বাধীন.কম), শাহানাজ পারভীন ডলি (আজকের বার্তা), যুগ্ম-সম্পাদক মানিক লাল ঘোষ (মাই টিভি), শামীম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন (সমকাল), অর্থ সম্পাদক নিজামুল হক (ইত্তেফাক), প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ রিপন (আমার সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নয়ন মুরাদ, আইন বিষয়ক সম্পাদক এনামুল ইসলাম রুবেল, দফতর সম্পাদক শহিদুল ইসলাম (সরেজমিন)।
এ ছাড়া সদস্যরা হলেন- কবিরুজ্জামান মিঞা (ভোরের আকাশ), শাহীন করিম (মানবকন্ঠ), মিজানুর রহমান (আলোকিত বাংলাদেশ), মো. আল মামুন(জনকন্ঠ), নাছির উদ্দিন সোয়েব(সংগ্রাম), আসলামুল হোসাইন (খবর পত্র), মোস্তফা কামাল (ভোরের সময়)।