বিডি মেট্রোনিউজ॥ হৃদরোগ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক আমানুল্লাহ কবীরের রোগমুক্তি কামনায় জাতীয় প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ক্লাবের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে তার জন্য দোয়া করা হয়। জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে রয়েছেন আমানুল্লাহ কবীর।
মঙ্গলবার বিকালে বুকের ব্যথা নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি হন এই প্রবীণ সাংবাদিক। তার ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা পরিবারের সদস্যদের জানিয়েছেন।
দোয়া মাহফিলে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের
সভাপতি গোলাম মহিউদ্দিন খান ও মহাসচিব সৈয়দ মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, যুগ্ম সম্পাদক ইলিয়াস খান ও আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটি সদস্য আজিজুল ইসলাম ভূঁইয়া, মোল্লা জালাল, শামসুদ্দিন চারু ও শামসুল হক দূররানী, সিনিয়র সাংবাদিক শেখ রকিবউদ্দিন, কবি হেলাল হাফিজ, রফিকুর রহমান, মাসুদুল হক, কাইয়ুম খান মিলন, মোকাররম হোসেন, রফিকুজ্জামান, আবু সালেহসহ পাঁচ শতাধিক ক্লাব সদস্য দোয়া মাহফিলে অংশ নেন।