বিডি মেট্রোনিউজ॥ স্ত্রী-কন্যার সঙ্গে ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। শুরু করেছেন অনুশীলনও। ফেরার কথা ছিল সাকিবের ৯ জানুয়ারি। তবে চলে এসেছেন একটু আগেই। বুধবার রাতে দেশে ফিরে বৃহস্পতিবার সকালেই চলে এসেছিলেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। দলের অনুশীলন ছিল না, তবে নিজের মতো করেই অনুশীলন করলেন ইনডোরে। গত সপ্তাহ তিনেক যে ব্যাট-বলের সঙ্গে সম্পর্কই ছিল না!
বিপিএলের পর থেকেই ছিলেন ছুটিতে। যদিও ব্যস্ততা কিছু ছিল বিপিএল শেষেও। ব্যক্তিগত কিছু প্রয়োজন, বাণিজ্যিক প্রতিশ্রুতিগুলো পূরণের ব্যাপার ছিল। সবশেষে গত ২৮ ডিসেম্বর উড়াল দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে, তার রাজকন্যার কাছে!
গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে জরুরি বার্তা পেয়ে দেশ ছেড়েছিলেন। পথেই পেয়েছিলেন বাবা হওয়ার খবর। সে দফায় সপ্তাহ দুয়েক থেকেই ফিরে এসেছিলেন বিপিএল খেলতে। এবার গিয়ে থাকলেন দিন দশেক।
বৃহস্পতিবার অনেকটাই আড্ডার আমেজে ছিলেন সাকিব। সংবাদকর্মীদের সঙ্গে আড্ডায় গল্প করলেন ছুটির। প্রথমবারের মত জানালেন মেয়ের নাম রেখেছেন আলাইনা হাসান অব্রি।
মেয়ে বেড়ে উঠছে, বয়স হতে চলেছে ২ মাস। সাকিব জানালেন মেয়ে ও পরিবারের সঙ্গে একান্ত ও আনন্দময় সময় কাটিয়ে এসেছেন।
“আগে বাচ্চাদের সংস্পর্শে ততটা যাওয়া হতো না। এখন তো মেয়েটা আমার কাছেই ছিল। আমার বুকে শুয়ে থাকে। মেয়ের টুকটাক কাজগুলো করেছি, এই ভালো লাগাটা অন্যরকম।”
এবার যাওয়ার সময় মাকেও সঙ্গে নিয়ে গিয়েছিলেন সাকিব। নাতনির মুখ দেখতে উদগ্রীব ছিলেন শিরিন আখতার। হাসতে হাসতে সাকিব জানালেন, দাদি আর নানি পুরোটা সময় কাটাচ্ছেন নাতনির সঙ্গে। সাকিব ফিরলেও থেকে গেছেন তার মা।