বেঁচে গেল মেসির পা

বিডি মেট্রোনিউজ ডেস্ক ম্যাচ এবং লিওনেল মেসির প্রায় তিনশো কোটির পা— দুটোই হারাতে বসেছিল বার্সেলোনা। কিন্তু শেষ পর্যন্ত দুটো অঘটনের হাত থেকেই বেঁচে গেল ক্লাব।

ম্যাচের শুরুতেই গোল খেয়ে যায় বার্সেলোনা। কিন্তু মেসির দুর্দান্ত দুটো গোল এগিয়ে দেয় দলকে। তিন নম্বর গোল আসে জেরার পিকের পা থেকে।

বার্সেলোনা যখন ৩-১ এগিয়ে, দ্বিতীয়ার্ধে সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটতে যাচ্ছিল। এস্পানিওলের বক্সে মেসি পড়ে যান। ওই সময় এস্পানিওল গোলকিপার পাও লোপেজ বল ধরার পর মেসির পায়ে দাঁড়িয়ে পড়েন। যন্ত্রণায় মেসিকে কাতরাতে দেখা যায়। সৌভাগ্যবশত মেসির পায়ের বড় কোনও ক্ষতি হয়নি। উত্তেজিত  এলএম টেন এর পর উঠে তেড়ে যান লোপেজের দিকে। সুয়ারেজ এসে মেসিকে শান্ত করেন। বার্সেলোনার হয়ে চতুর্থ গোল করেন নেইমার।

কোপা দেল রে-র শেষ ষোলোর প্রথম পর্বে এস্পানিওলের বিরুদ্ধে এই ম্যাচে চোখ ঝলসানো ফুটবলের সঙ্গে তাল মিলিয়ে উত্তেজনা বাড়িয়েছে বিতর্কও। বিরতির পর থেকে  ফুটবল কম, প্লেয়ারদের ঝগড়া হল বেশি। যে সময়ে মেসি চোট পেতে পারতেন তাঁর তিনশো কোটিরও বেশি মূল্যের ইনসিওর করা পায়ে। পরে আবার সুয়ারেজের সঙ্গে ঝামেলা করে লাল কার্ড দেখেন এস্পানিওলের দুই ফুটবলার— হের্নান পেরেজ ও পাপাকুলি দিওপ।

Print Friendly, PDF & Email

Related Posts