জাবি’র সিনেট নির্বাচনে বিধি লঙ্ঘন

মুুহাম্মদ মূসা, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে বিধি লঙ্ঘনের অভিযোগ করেছে আওয়ামীপন্থি ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ প্যানেল।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মলনে প্যানেলের নেতৃত্বদানকারী অধ্যাপক শরীফ এনামুল কবির এ অভিযোগ করেন। এ সময় আসন্ন সিনেট নির্বাচনে ‘রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন’ সংক্রান্ত সংশোধিত সংবিধি (চতুর্থ) এর ১.১, ১.২ ও ১.৩ ধারা লঙ্ঘিত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান,‘সংবিধির ১.১ নং ধারা অনুযায়ী উপাচার্যের অনুমোদনক্রমে রিটার্নিং অফিসার নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা থাকলেও রিটার্নিং অফিসার নিয়োগের আগেই উপাচার্য নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।’
এছাড়া নির্বাচন কমিশনকে পাশ কাটিয়ে উপাচার্যের লিখিত আদেশের মাধ্যমে ভোটারদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করায় ১.২ ও ১.৩ লঙ্ঘিত হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তাব্যক্তির পক্ষপাতমুলক আচরণ ও অশালীন প্রচারণা নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে।’
এ ছাড়া উপাচার্য নির্বাচনী বিধি লঙ্ঘন ও নির্দিষ্ট প্যানেলের হয়ে কাজ করায় অজ্ঞতার পরিচয় দিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। বিধি লঙ্ঘন করে ভোটারদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করার বিষয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘ভোটারদের তথ্য চুরি করে প্রচারণার কাজে ব্যবহারের অভিযোগে গত ২১ তারিখে একটি সংবাদ প্রকাশিত হলে  রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সেলের প্রধান (ডেপুটি রেজিস্টার) আবু হাসানকে খোঁজ-খবর নিয়ে সম্মানজনক সমাধানের জন্য বলেছি। এর জন্য আমাকে অভিযুক্ত করা ঠিক হবে না।’
সংবাদ সম্মেলনে ২১ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘বিধি ভেঙ্গে ভোটারদের তথ্য চুরির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করে অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, ‘একটি প্যানেলের নেতৃত্বসহ প্রার্থীদের ভাবমূতি ক্ষুন্ন করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন করা হয়েছে।’
এ সময় ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল জোট’ প্যানেলের প্রার্থীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
Print Friendly, PDF & Email

Related Posts