হাড়গোড়ের ভেতর কাজল
একাত্তরে ডিসেম্বর-বারুদের গন্ধ উড়ছে
রক্তজ্বলা শিশির টসটসিয়ে ঝরছে এই জমিনে
কাজল ছিল গোপন রুমালে গিঁট দেয়া নবার
আর্মি-ক্যাম্প থেকে বের করে আনল মুক্তিযোদ্ধারা
অকালে নিরস শীর্ণকায় হাড্ডিসার এক নারী
চোখে গনগনে আগুন-দৃষ্টি এলোমেলো
কথায় কথায় আকাশচেরা হাসি-
সবাই বলল, আহা! পাগল অইয়া গেছে-
ওর বৌদির ক্ষুব্ধ কান্না থেকে বজ্রপাত :
রক্তজবা গাছের তলে বেজন্মারা হেরে নষ্ট করে
হের পরে ক্যাম্পে লইয়া যায় জিপে তুইলা-
আর নাইরে সাহাবাড়ির চপলা কাজল…
নবা সুযোগ বুঝে একরাতে পা টিপে টিপে এগিয়ে গেল-
ফালি ফালি চিরে ফেলল আকাশ কাজলের শাণিত কণ্ঠ,
তুমি কেডা-মুক্তি না, তাইলে কেডা তুমি?
আকাশ ফাটিয়ে হেসে মাটিতে লুটিয়ে পড়ে কাজল-
কান্নায় ভেঙে-চুরে আসে তার শীর্ণ কালিমাখা
হাড়গোড়ের ভেতর দলিত-মথিত কাজল….
# # #