জন্মভূমি ত্যাগিলো মোরে
বদরুজ্জামান জামান
জন্মভূমি ত্যাগিলো মোরে , জানিনা কোন দোষে।
যাযাবর ভবঘূরে আর উদ্বাস্তু জীবন সুখে
অর্জন বিসর্জনে চলে গেল একযুগ।
দগ্ধচিত্ত যন্ত্রণার আলিঙ্গনে স্বপ্ন দেখি তৃপ্তসুখে-
আমি তো এখনো জ্যান্ত।
সহোদর স্বজন ত্যাগিলো মোরে, বিত্ত বৈভব চিত্তসুখ স্বপ্নে।
তাকালো না ফিরে ক্ষণকালে ।
সহাস্যে বরণ করে তাদের করেছি স্মরণীয়।
বিত্ত ভৈববহীন তবুও আমি নিঃস্ব নই।
চিত্ত তুষ্টির সম্পদে আমিও বিত্ত ভৈববশালী।
আমারো আছে এক পৃথিবী
যেখানে আমি ডানা মেলে পাখি হই মনের সুখে।
আবার নিজেকে সামলে রাখি স্বরচিত উদ্যানে।
স্বজন সুজনহীন চারিপাশ।
আমি কেউ নই তাদের তবুও যারা খুলে দিল বক্ষদ্বার।
আমি কৃতজ্ঞ শতবার কৃতজ্ঞ তাদের।
কারণ স্বাধীনতা সাম্য আর ভ্রাতৃত্বের বন্ধনে
আজ আমি শুধু ফরাসী নাগরিক নই বিশ্ব নাগরিকও বটে।