বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এবারের ঢাকা একুশে বইমেলায় আসছে কবি ফকির ইলিয়াসের দুটি নতুন বই । ‘শহীদ কাদরী’র দরবারের দ্যুতি’-প্রবন্ধগ্রন্থটি প্রকাশ করছে খ্যাতিমান প্রকাশনী অনিন্দ্য প্রকাশ [প্যাভিলিয়ন -১৩]। প্রচ্ছদ এঁকেছেন, শিল্পী ধ্রুব এষ। মূল্য-২০০ টাকা।
কবি শহীদ কাদরী’র জীবন, কবিতা,কথা ও আড্ডা নিয়ে বিশটি লেখা রয়েছে এই বইয়ে। ৬ ফর্মার বইটি প্রথম সপ্তাহ থেকেই মেলায় পাওয়া যাবে।
‘প্যারিস সিরিজ ও অন্যান্য কবিতা’ বইটি প্রকাশ করছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘জেব্রাক্রসিং’ [স্টল নম্বর -৬৬০]। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী তৌহিন হাসান,
মূল্য ১৩০ টাকা।
কবি সম্প্রতি প্যারিস ভ্রমণ করে এসেছেন। প্রেম,প্রণয়,শিল্প,সাহিত্য,নন্দনকলার নগরী প্যারিস। ঝলমলে রোদের মতো একগুচ্ছ কবিতা রয়েছে এই কাব্যগ্রন্থে। ৩ ফর্মার বইটি প্রথম দিন থেকেই মেলায় পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রকাশক।
ফকির ইলিয়াস এই সময়ের অত্যন্ত শক্তিমান নন্দিত কবি। তাঁর জন্ম সাল ১৯৬২। বর্তমানে নিউইয়র্কে বসবাসরত এই কবি সম্পর্কে খ্যাতিমান কবি শহীদ
কাদরী লিখেছেন- ”ফকির ইলিয়াসের কবিতার আমি একজন অনন্দিত পাঠক। দশকী বৃত্তের মধ্যে ইলিয়াসকে সীমিত না রেখে, আমি ব’লতে চাই যে দুই বাংলায় বর্তমানে যে-কবিবৃন্দ অত্যন্ত ফলপ্রসূভাবে কাব্যচর্চা করছেন,ফকির ইলিয়াস তাঁদের অন্যতম। তাঁর রয়েছে একটি নিজস্ব রচনাশৈলী। শব্দের অভাবিতপূর্ব সন্নিপাতনের মাধ্যমে তিনি এমন এক অনবদ্য কাব্যিক আবহ নির্মাণ করেন যা – কি না, আমার মনে হয়, এই মুহুর্তে আমাদের কাব্যে তুলনারহিত। তাঁর কবিতায় বারবার ঐতিহ্য শিকড় ও মাটির প্রতি অঙ্গীকারবদ্ধতা উচ্চারিত হওয়া সত্ত্বেও আন্তর্জাতিকতারও ছায়া পড়েছে। ছায়া পড়েছে সমাজ ও রাজনীতির। লক্ষ্য করার বিষয় হচ্ছে সবকিছুর দিকেই তিনি তাকান উদ্বাস্তু বাউলের মতো বিষণ্ন দৃষ্টিতে।”
কবি ফকির ইলিয়াসের পঞ্চাশতম জন্মদিনে ২০১২ সালে, তার কবিতা বিষয়ে হাংরিয়ালিজম এর সাহসী কবি মলয় রায়চৌধুরী লিখেছেন- “ফকির ইলিয়াসের কবিতা আমি আজকেই প্রথম পড়লুম । পড়ে মনে হল, বিদেশে তাঁর সংগ্রহে যে বাংলা শব্দভাঁড়ার এখনও তিনি আগলে রেখেছেন, সেই ভাঁড়ারের অভিধাসমূহে প্রতিনিয়ত জীবন্ত করে তুলছেন তাঁর ফেলে-যাওয়া ভূখন্ডটির স্মৃতিবিশ্ব, মায়া, পীড়া ও প্রবাসী কৌমপ্রতিস্ব ।”
২০১৪ সালে কবির জন্মদিনে প্রকাশিত বিশেষ সংখ্যার সম্পাদকীয়তে কবিকে মূল্যায়ন করে ওয়েবম্যাগাজিন ‘জলভূমি’ লিখেছে- ”আমরা তাঁকে বলি- কবিদের কবি। কারণ এযাবৎ তাঁর কবিতা, তাঁর কাব্যভাবনা বাংলা কবিতাকে শুধু সমৃদ্ধই করছে না, করছে নতুন দরজা উন্মোচন।জীবনানন্দ দাশ বলেছেন- ‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি’। ফকির ইলিয়াস তাঁদেরই একজন। আমাদের বিশ্বাস, সময় তাঁর কাব্যকর্মের মূল্যায়ন করবে।”
*